ইচ্ছে জাগে নাগাল পেতে...

কৈশোর (মার্চ ২০১৪)

সেলিনা ইসলাম
  • ২১
  • ২৩
ভোরের আলো খুলতে দুয়ার কৃষকের পথ
যেতাম ছুটে মসজিদে দলবেধেঁ সব
ঘরে ফিরে সবাই মিলে ভীড় জমাতাম পুকুর জলে
ডুব-সাঁতারে করে নিতাম মহা-উৎসব!

আকাঁবাকঁা পথটা ধরে যেতাম ছুটে সবাই মিলে
আকাশ পাণে যেতাম ছুটে ছায়াঘেরা পাঠশালে
পড়ালেখায় মন ছিলনা হায়রে কীযে করি
সারাটা দিন দাঁড়িয়ে রোদে ছিলাম কান ধরি!

ভাবনা ছিল কখন যাব চৌধুরীদের বাড়ী
আম পেয়ারা নেব পেড়ে থাকলেও নজরদারী
কখন নাটাই- ঘুড়ি নিয়ে যাব খেলার মাঠে
কখন যাব তুলতে শাপলা ডিঙ্গী বাধাঁ ঘাঁটে!

দাঁড়িয়াবান্ধা বৌচি খেলা করবে সাথীর দল
সেই খেলাতেও যেতেই হবে ডাংগুলি,মার্বল
বিড়ি ফোঁকার স্বাদটা নেবে কখন"বাসুদেব"
অন্য সবাই তুলবে ধোঁয়া লাউয়ের ডগায় ফেক!

পাখির বাসায় দিয়ে হানা আনতে হবে ডিম
নাড়া-কুটোই বাধিঁয়ে বাসা শুধতে হবে ঋণ
রোদের ছোঁয়ায় গেছে ফেঁটে খেলাঘরের বিম
মাটি কেঁটে টানতে হবে চিন্তাটা অসীম ।

মাথার মাঝে হিঁজিবিজিঁ প্লান কত যে আছে
সব দিকেতে ছুটতে হবে বাদ পড়ে যায় পাছে!
বাড়ির সবাই ব্যস্ত যখন ভাতঘুমের কোলে
সেই সময়ে বের না হলে যাবে সবই জলে!

অমাবস্যার বাধঁ ভেঙ্গেছে উত্তর শ্মশাণে
নীল বাতির ছায়া যুগল বাশঁবাগানে
হাঁরিকেনের আলো হাতে সামনে সবার থাকি
বুকের সীনা উচিঁয়ে রাখি-"আমি ভীতু নাকি"!

ছোটাছুটির সাঝঁবেলাতে চিমটি কাটাঁ ঘোরে
পড়ায় ফাকিঁ দেবার ছলে মরে যেতাম জ্বরে
মনটা কেঁদে যেত দেখে মায়ের চোখের জল
স্বর্গলোকে ঘুমিয়ে নিতাম আনন্দে খলখল।

ব্যস্ত সময় তখন ছিল এখনো পার করি
খোলা চোখে সময় গুণি আধাঁর রাত ভরি
নানা রঙের দিনগুলো সব দেয় যে হাতছানি
ইচ্ছে জাগে নাগাল পেতে কৈশোর বেলার খনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবিরুল ইসলাম কঙ্ক ছোটবেলার স্মৃতির ছবি কবিতায় থরে বিথরে, কবিতাপাঠে মনখানি তাই গেল ভীষণ ভরে ।
এশরার লতিফ খুব ভালো লাগলো শৈশবের টুকরো টুকরো বর্ণময় কাহিনীগুলো।
ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য অনন্ত শুভকামনা
ফেরদৌসী বেগম (শিল্পী ) হুমমমম আমারও খুব ইচ্ছে করে সেইসব স্মৃতিময় দিনগুলোকে!! খুবই সুন্দর লিখেছেন সেলিনা আপা। কবিতায় অসম্ভব ভালোলাগা আর মুগ্ধতা রেখে গেলাম।
ধন্যবাদ আপা আপনি পড়েছেন দেখে আমারও খুব ভাল লাগল শুভকামনা সতত
জোহরা উম্মে হাসান নানা রঙের দিনগুলো সব দেয় যে হাতছানি ইচ্ছে জাগে নাগাল পেতে কৈশোর বেলার খনি। অনবদ্য । খুব খুব ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল
আপেল মাহমুদ পাকা হাতের লেখা। শুভেচ্ছা রইল আপু।
ধন্যবাদ সতত শুভকামনা
মিলন বনিক একেবারে শৈশবের বাস্তব প্রতিচ্ছবি....খুব ভালো লাগলো....
ধন্যবাদ শুভকামনা রইল
জসীম উদ্দীন মুহম্মদ সেলিনা আপু অভিনন্দন ! আপনার কবিতা যেন আমার পুরো কৈশোর ! খুব খুব ভালো লেগেছে -------- ।
"আপনার কবিতা যেন আমার পুরো কৈশোর !" এখানেই লেখার স্বার্থকতা শতত শুভকামনা
দীপঙ্কর বেরা নানা রঙের দিনগুলো সব দেয় যে হাতছানি বেশ । কিন্তু কিছু করার নেই । ভাল লাগল ।
ধন্যবাদ কবিতা পড়ার জন্য শুভেচ্ছা সতত
রোদের ছায়া চমৎকার কবিতা । পুরো কৈশোর কালটাই তুলে ধরেছেন যেন !!
ধন্যবাদ ছায়া আপু সতত শুভকামনা
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ছন্দ আর অন্তমিলের কবিতা। ভাল লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ শুভকামনা রইল

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪